আসামের ঝুমুর গানের ওস্তাদ গাইয়ে সান্তো তাঁতি – যে ঝুমুর গানের লোকপ্রিয়তা রাজ্যের সীমায় আটকে থাকেনি, ছড়িয়ে আছে পূর্বভারত জুড়ে - এই তরুণের গানে ধরা পড়ে আসামের চা-বাগানের বিবিধ সম্প্রদায়ের প্রজন্মবাহিত সুর
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।