মুম্বই: নিলাম হয়ে যাওয়া ট্যাক্সি আর ফতুর বনে যাওয়া চালকের দল
লকডাউনের কারণে মুম্বই বিমানবন্দরের বাইরে যে ৪০টির মতো ট্যাক্সি দাঁড় করানো ছিল, সেগুলিকে জুন মাসে আচমকাই একদিন নিলামে বেচে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অথচ দেশগাঁয়ে থাকার কারণে চালকেরা কেউ কিছুই জানতে পারেননি আগে থাকতে, ফলত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁদের
আকাঙ্ক্ষা পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার একজন সাংবাদিক এবং ফটোগ্রাফার। পারি'র এডুকেশন বিভাগে কনটেন্ট সম্পাদক রূপে তিনি গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের তাদের চারপাশের নানান বিষয় নথিভুক্ত করতে প্রশিক্ষণ দেন।
See more stories
Translator
Joshua Bodhinetra
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।