মিড-ডে মিল: শিক্ষাঙ্গণে অপুষ্টির বিরুদ্ধে অদম্য সংগ্রাম
শিশু-অপুষ্টির হারে বিপজ্জনক বৃদ্ধির পটভূমিকায়, এক থালা গরম খাবার কেমন করে কোটি কোটি বাচ্চার পড়াশোনা নিশ্চিত করে তুলছে, স্বচক্ষে সেটা দেখতে শিশু দিবসে এই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১০টি জেলায় গিয়ে পৌঁছেছিল পারি
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।