মারাঠি ভাষায় এই র্যাপ গানটির মধ্যে দিয়ে মহারাষ্ট্রের চাষিদের দুর্দশার কথা আমাদের গোচরে এনেছেন 'র্যাপবস্' নামে পরিচিত অজিত শেল্কে: 'পাক দিয়ে দড়ি বেঁধেছি গলায়...নেইকো এছাড়া আর যে উপায়...রেখে টানটান ফাঁসের জবান পড়বো কি ঝুলে গাছের তলায়?’
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।