আটের দশকের মাঝামাঝি উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় খেতে জল দেওয়ার জন্য মঙ্গল সিং একটি জলকল তৈরি করেছিলেন। কিছুদিনের মধ্যেই তিনি আমলাতন্ত্র এবং আর্থিক অনুদান প্রাপ্তি ঘিরে একটি দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়েন যার ফলে শেষ পর্যন্ত তাঁর এই উদ্ভাবনটিই নষ্ট হয়ে গেছে
সর্বজয়া ভট্টাচার্য বরিষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ায় কর্মরত আছেন। দীর্ঘদিন যাবত বাংলা অনুবাদক হিসেবে কাজের অভিজ্ঞতাও আছে তাঁর। কলকাতা নিবাসী সর্ববজয়া শহরের ইতিহাস এবং ভ্রমণ সাহিত্যে সবিশেষ আগ্রহী।