ভগ্ন বাহু আর অটুট উদ্যম নিয়েই লড়াইয়ে সামিল জাম্ভালির এক কৃষক
নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে তথা অন্যান্য কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে জানুয়ারি মাসে আজাদ হিন্দ ময়দানে নিজের হাড় ভাঙা হাত নিয়েই উপস্থিত হয়েছিলেন নারায়ণ গাইকওয়াড়। কোলাপুরের এই কৃষক এর আগেও দেশ জুড়ে বহু মিছিল-সমাবেশে অংশগ্রহণ করেছেন
মহারাষ্ট্রের কোলাপুর নিবাসী সংকেত জৈন পেশায় সাংবাদিক; ২০১৯ সালে তিনি পারি ফেলোশিপ পান। ২০২২ সালে তিনি পারি’র সিনিয়র ফেলো নির্বাচিত হয়েছেন।
See more stories
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।