পশ্চিম মহারাষ্ট্রের কর্মকার পরিবার, শিকালগররা নিজের হাতে তৈরি করেন গৃহস্থালির কাজে ও চাষের জমিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। অবশ্য, শিকালগরদের খ্যাতি তাঁদের তৈরি জাঁতির জন্য – কিন্তু পড়তি চাহিদা আর সেই সঙ্গে ক্রমশ বাড়তে থাকা নানান সমস্যা নিয়ে তাঁরা আজ জেরবার