‘নৌকাগুলোরও বোধহয় নিজের মানুষগুলোর জন্য মন কেমন করছে’
মধ্যপ্রদেশের চিত্রকূট জেলার নিষাদ মাঝিদের জীবিকার বড়ো ক্ষতি করেছে কোভিড-১৯ অতিমারির জেরে বলবৎ হওয়া লকডাউন। সদ্য স্বামীহারা, সন্তানসম্ভবা মা সুষমা দেবীর মতো নিষাদ সমাজের অনেকের আবার রেশন কার্ড পর্যন্ত নেই