অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার তাড়িমার্রী গ্রামের সারের দোকানটি এখনও পাঁচশ টাকার বাতিল নোট গ্রহণ করছে বলে খরায় ধুঁকতে থাকা চিনেবাদাম চাষিরাও জনে জনে এসে নিজেদের দেনা মেটাচ্ছেন পুরানো নোট দিয়ে। অন্যদিকে, কর্মহীন খেতমজুরদের সহায় হয়েছে গ্রামের মদের দোকানগুলি। এখানে সহজেই পুরানো নোটগুলি হাতবদল করে নিচ্ছেন তাঁরা