নিরাপত্তা এবং বিদ্যুতে নাড়া খেতে পারে গুরুগ্রামের ভোট
নয়াগাঁও, হরিয়ানার গুরুগ্রাম জেলার একটি ‘শহুরে গ্রাম’। ‘মিলেনিয়াম সিটি’র বিপণি আর অফিসের মধ্যে একটি তীব্র বৈপরীত্য নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামখানি। এখানকার বাসিন্দারা চান, ১২ই মে ভোট দেওয়ার পরে তাঁদের এলাকার পরিকাঠামো যেন সংস্কার করা হয়
শালিনী সিং পারি-র পরিচালনের দায়িত্বে থাকা কাউন্টারমিডিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা অছি-সদস্য। দিল্লি-ভিত্তিক এই সাংবাদিক ২০১৭-২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিম্যান ফেলো ফর জার্নালিজম ছিলেন। তিনি পরিবেশ, লিঙ্গ এবং সংস্কৃতি নিয়ে লেখালিখি করেন।
See more stories
Translator
Rupsa
রূপসা পেশায় সাংবাদিক। থাকেন কলকাতায়। শ্রমিক-সমস্যা, শরণার্থী সমস্যা, সাম্প্রদায়িক সমস্যা তাঁর চর্চার মূল বিষয়। ভালোবাসেন বই পড়তে, বেড়াতে।