‘না খেতে পেয়ে মরে গেলে সাবান আমাদের থোড়াই বাঁচাবে!’
পালঘর জেলার কভটেপাড়ার বেশিরভাগ আদিবাসী পরিবার নির্মাণক্ষেত্রে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে। কোভিড-১৯ লকডাউনের পর থেকে সেইসব কাজ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিবারগুলির হাতে টাকাপয়সা নেই আর ওদিকে ঘরে খাদ্য আর রসদ দ্রুত নিঃশেষ হয়ে আসছে