নারীর অবকাশ: শ্রমের জালে ধরা দেওয়া দুষ্প্রাপ্য মণিমুক্তো
৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খেতমজুর, গৃহশ্রমিক তথা অন্যান্য পেশায় নিযুক্ত শ্রমজীবী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের রোজকার দিনযাপনে অবকাশ, অবসর ইত্যাদির অর্থ বিষয়ে পারি অবহিত হতে চেয়েছে। তারই ফলস্বরুপ এই প্রতিবেদনটি মহারাষ্ট্র, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে যৌথভাবে উঠে এসেছে
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।