ধার করা বুলিতে কেমনে বাঁচে মাতৃভাষা ছাড়া দেশান্তরি শ্রমিকের দল?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভারতের বিভিন্ন প্রান্তে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলে পারি তাঁদের জীবনে দেশ, ভাষা ও রুজিরুটির নিবিড় সম্পর্ক বুঝতে চেষ্টা করেছে
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।