উত্তর-মধ্য দিল্লির পণ্যবাহী আড়তে যেসব গরুর গাড়ির মালিকেরা এতদিন পরিবহনকারীদের জন্যে মাল বইতেন, তাঁরা বর্তমানে অন্যত্র ভদ্রস্থ মজুরির কাজ খুঁজছেন। বাকি কয়েকজন একাধারে যেমন তাঁদের ঐতিহ্য ধরে রাখতে চান, তারই সঙ্গে এ-ও জানেন যে এটাই রুজিরোজগারের একমাত্র পথ