ট্রাক্টর মিছিলে বিভাজন: ‘ওরা মোটেই আমাদের আপনজন নয়’
কৃষকদের ট্রাক্টর মিছিলের কাফিলা টিকরি থেকে বেশ শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল, কিন্তু মাঝপথে একটি ছোটো দল মিছিল থেকে বেরিয়ে এসে নাঙ্গলোই চৌকের কাছে গোলমাল শুরু করলে প্রজাতন্ত্র দিবসের অনন্য শান্তিপূর্ণ নাগরিক-প্যারেডটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়