পশ্চিমবঙ্গের সুন্দরবনে কোভিড-১৯ লকডাউন চলাকালীন আছড়ে পড়েছিল আম্ফান ঘূর্ণিঝড়। পারি ঝঞ্ঝা বিধ্বস্ত অঞ্চলে গিয়ে দেখেছিল ধ্বংসের ছবি – ভেঙে পড়া গাছপালা, বাড়ি-ঘর এবং আরও একবার বিপন্নতার সম্মুখীন এমনিতেই জেরবার মানুষের জীবন-জীবিকা
ঋতায়ন মুখার্জি কলকাতার বাসিন্দা, আলোকচিত্রে সবিশেষ উৎসাহী। তিনি ২০১৬ সালের পারি ফেলো। তিব্বত মালভূমির যাযাবর মেষপালক রাখালিয়া জনগোষ্ঠীগুলির জীবন বিষয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী দস্তাবেজি প্রকল্পের সঙ্গে যুক্ত।
See more stories
Translator
Barshana
বর্ষণা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো। বর্তমানে তিনি এম.ফিল. গবেষণা করছেন।