রেলব্যবস্থার সঙ্গে গ্রামীণ ভারতের নাড়ির সম্পর্ক। শ্রমজীবী মানুষকে নিজ নিজ কর্মক্ষেত্রে পৌঁছে দেয় ট্রেনগুলি। রেলব্যবস্থা মানুষের জীবিকার খুব বড়ো উৎস। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে দেশজুড়ে বিভিন্ন রেলপথ। অবশ্য রেলযাত্রা মানেই সুখের নয়, তা ক্লান্তিকর এবং ঝুঁকিপূর্ণও হতে পারে। নেহাত পেটের টানেই অনেক মানুষ এই রেলযাত্রায় বাধ্য হন। এখানে পারির রেল-গাথাগুলিকে একটি পাতায় সংকলিত করা হয়েছে
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।