প্রতিদিন বেশি বেশি সংখ্যায় দৈনিক আয়নির্ভর শ্রমজীবীরা এমন সব অ্যাপ-ভিত্তিক সংস্থায় নাম লেখাতে বাধ্য হচ্ছেন যেখানে ন্যূনতম শ্রম-অধিকারটুকুও গরহাজির। আজ ১লা মে, অর্থাৎ দুনিয়া জুড়ে স্বীকৃত শ্রমিক দিবসের প্রাক্বালে দেশভর শ্রমজীবী মানুষদের সঙ্গে বার্তালাপ চালিয়েছে পারি
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।