কোভিড-পরিষেবার সন্ধানে প্রাপ্তি শুধুই মৃত্যু আর অশেষ ঋণ
গোপাল গুপ্ত পেশায় ছিলেন জনৈক সবজি বিক্রেতা। মুম্বইয়ের কাছে কল্যাণে থাকতেন তিনি। মার্চে কোভিড পজিটিভ রিপোর্ট আসে তাঁর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার পিছনে ৫ লক্ষ টাকা খুইয়ে ফেলেছে তার পরিবার। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শেষমেশ একটি সরকারি হাসপাতালে মারা যান তিনি