কোভিড-পরিষেবার সন্ধানে প্রাপ্তি শুধুই মৃত্যু আর অশেষ ঋণ
গোপাল গুপ্ত পেশায় ছিলেন জনৈক সবজি বিক্রেতা। মুম্বইয়ের কাছে কল্যাণে থাকতেন তিনি। মার্চে কোভিড পজিটিভ রিপোর্ট আসে তাঁর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার পিছনে ৫ লক্ষ টাকা খুইয়ে ফেলেছে তার পরিবার। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শেষমেশ একটি সরকারি হাসপাতালে মারা যান তিনি
আকাঙ্ক্ষা পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার একজন সাংবাদিক এবং ফটোগ্রাফার। পারি'র এডুকেশন বিভাগে কনটেন্ট সম্পাদক রূপে তিনি গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের তাদের চারপাশের নানান বিষয় নথিভুক্ত করতে প্রশিক্ষণ দেন।
See more stories
Translator
Rupsa
রূপসা পেশায় সাংবাদিক। থাকেন কলকাতায়। শ্রমিক-সমস্যা, শরণার্থী সমস্যা, সাম্প্রদায়িক সমস্যা তাঁর চর্চার মূল বিষয়। ভালোবাসেন বই পড়তে, বেড়াতে।