পর পর সাইক্লোন, জমি আর জলে বেড়ে চলা লবণের ধাক্কায় বিপর্যস্ত কৃষি আর মাছ চাষ, লকডাউন ইত্যাদি হাজারটা অন্তরায় ইস্কুলে যাওয়ায় পথ রুদ্ধ করছে এখানে। এইসবের জেরে স্বাভাবিকভাবেই স্কুলছুট শিশু, বাল্য বিবাহ, আর কাজের মরিয়া সন্ধানে ব্যস্ত পড়ুয়াদের সংখ্যা বেড়েই চলেছে