মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে ট্রেনে কাটা পড়া সেই ১৬জন পরিযায়ী শ্রমিকের শরীর আজও কুরে কুরে খায় আমাদের। এই হৃদয়বিদারক কবিতা ও অলংকরণের মধ্যে দিয়ে আমাদের স্মৃতিতে চির-উজাগর হয়ে থাকবে ওই বীভৎস ঘটনাটি
জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।