আসলম সৈয়দ মুম্বইভিত্তিক ফোটোগ্রাফি এবং চিত্রসাংবাদিকতার শিক্ষক। এছাড়াও তিনি 'হাল্লু হাল্লু' নামে একটি ঐতিহ্য ভ্রমণের সহ-প্রতিষ্ঠাতা। লিভিং ওয়াটারস্ সংগ্রহশালার সমর্থনে মুম্বইয়ের জল-কাহিনির উপর ২০২১ সালের মার্চ মাসে কনফ্লুয়েনস নামে যে ভার্চুয়াল প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানেই প্রথমবার প্রদর্শিত হয় 'দ্য লাস্ট ভিস্তিস্' শিরোনামে তাঁর ছবির শৃঙ্খলাটি। আপাতত তিনি মুম্বইয়ে বায়োস্কোপ পালার মাধ্যমে আলোকচিত্রগুলি পরিবেশন করছেন।