ইউআইডিএআই কর্তৃপক্ষের গাফিলতিতে নাগরিকদের নামের বানানে অজস্র ভুলভ্রান্তি, বায়োমেট্রিক তথ্যে অসঙ্গতি, এবং অন্যান্য ত্রুটির জন্য সাধারণ মানুষ কেমন করে রেশন, প্রতিবন্ধী ভাতা, এমজিএনরেগা প্রকল্পের মজুরি, শিক্ষা-বৃত্তি এবং অন্যান্য নায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন সে নিয়ে পিপলস্ আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারির আধার সংক্রান্ত একগুচ্ছ প্রতিবেদন
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।