অরুণাচলপ্রদেশের পশ্চিম কামেং এবং তাওয়াং জেলার ব্রোকপারা নিভৃতবাসী পশুপালক। নির্দিষ্ট মরসুমে তাঁরা আরও অধিক উচ্চতায় অবস্থিত অঞ্চলে পরিযান করেন। এই চিত্র প্রতিবেদনে তাঁদের দৈনন্দিন জীবনের ছন্দ আর লয় ধরা পড়েছে
ঋতায়ন মুখার্জি কলকাতার বাসিন্দা, আলোকচিত্রে সবিশেষ উৎসাহী। তিনি ২০১৬ সালের পারি ফেলো। তিব্বত মালভূমির যাযাবর মেষপালক রাখালিয়া জনগোষ্ঠীগুলির জীবন বিষয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী দস্তাবেজি প্রকল্পের সঙ্গে যুক্ত।
Translator
Saheli Mukherjee
বেঙ্গালুরু-নিবাসী অনুবাদক সহেলী মুখার্জী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও পরিকল্পনায় বিশেষ পাঠসহ ভূগোলে স্নাতকোত্তর হয়েছেন। গ্রামজীবনের নানান দিক ও ভাষার প্রতি অশেষ টানে অনুবাদ যুগপৎ তাঁর পেশা আর নেশায় পরিণত হয়েছে।