মহারাষ্ট্র সরকার ৬৫৪টি জিলা পরিষদ স্কুল বন্ধ করে দিয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পড়ুয়া। তাদের অনেকে এখন হেঁটে দূরের স্কুলে যায়। সাধ্যের বাইরে গিয়েও স্কুলের মাইনে দেয়- অথবা পড়াশোনা ছেড়ে স্কুলছুট হতে বাধ্য হয়
২০১৭ সালের পারি ফেলো পার্থ এম. এন. বর্তমানে স্বতন্ত্র সাংবাদিক হিসেবে ভারতের বিভিন্ন অনলাইন সংবাদ পোর্টালের জন্য প্রতিবেদন লেখেন। ক্রিকেট এবং ভ্রমণ - এই দুটো তাঁর খুব পছন্দের বিষয়।
See more stories
Translator
Rupsa
রূপসা পেশায় সাংবাদিক। থাকেন কলকাতায়। শ্রমিক-সমস্যা, শরণার্থী সমস্যা, সাম্প্রদায়িক সমস্যা তাঁর চর্চার মূল বিষয়। ভালোবাসেন বই পড়তে, বেড়াতে।