গুজরাটের খেড়া জেলার রমেশভাই প্যাটেলকে খুব শীঘ্রই হয়তো তাঁর নিজের কিছু জমি আমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের জন্য ছেড়ে দিতে হবে। তিনি এবং তাঁর মতো আরও অনেকেই এই প্রকল্পের ঘোরতর বিরোধী
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।