২০১৮ সালের ২৯-৩০শে নভেম্বর, দিল্লিতে কিষান মুক্তি মার্চে যোগ দিতে উড়িষ্যা ও অন্যান্য রাজ্য থেকে আসা কৃষক, দিনমজুর ও রাজনৈতিক কর্মীরা নিরাপত্তা রক্ষীদের ঠেলে অগ্রসর হতে হতে তাঁদের ক্রমবর্ধমান সমস্যাগুলির তুলে ধরলেন
পুরুষোত্তম ঠাকুর ২০১৫ সালের পারি ফেলো। তিনি একজন সাংবাদিক এবং তথ্যচিত্র নির্মাতা। বর্তমানে আজিম প্রেমজী ফাউন্ডেশনে কর্মরত পুরুষোত্তম সমাজ বদলের গল্প লেখায় নিযুক্ত আছেন।
See more stories
Translator
Shouvik Panti
উত্তর ২৪ পরগনার মফস্বল শহর ধান্যকুড়িয়ার মানুষ শৌভিক পান্তির ঠিকানা এখন কলকাতা। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শৌভিক ডিজিটাল হিউম্যানিটিজে প্রশিক্ষিত। কলকাতার বিখ্যাত কলেজ স্ট্রিটের বইপাড়ায় পুরোনো, ধূলিমলিন এবং অমূল্য বইয়ের সন্ধান তাঁর প্রিয়তম কাজ।