ক্যামেরার সাহায্যে তাঁর অরণ্যচারী দিনরাত্রির কথা ধরে রাখেন কর্ণাটকের আনাঞ্জিহুন্ডি গ্রামের জয়াম্মা বেল্লিয়াহ। ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে পারি’র একটা অনন্য চিত্র-নিবন্ধ
জয়াম্মা বেল্লিয়াহ বান্দিপুর জাতীয় উদ্যান যেখানে ভারতের অন্যতম প্রধান ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের অবস্থান, তারই একপ্রান্তে আনাঞ্জিহুন্ডি গ্রামে বাস করেন। জেনু কুরুবা আদিবাসী সমাজভুক্ত জয়াম্মা গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন।
See more stories
Editor
Sharmila Joshi
শর্মিলা জোশী পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) পূর্বতন প্রধান সম্পাদক। তিনি লেখালিখি, গবেষণা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত।
See more stories
Translator
Anuska Roy
অনুস্কা রায় একজন সংযোগ বিশেষজ্ঞ। তিনি লেখালেখি ও সম্পাদনার কাজ করেন। সামাজিক ন্যায়, লিঙ্গ এবং ক্যুইয়ার অধিকারের মতো বিষয়গুলিতে তিনি আগ্রহী।