সাংবাদিক মধুশ্রী মুখার্জী 'চার্চিলস্ সিক্রেট ওয়ার: দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড দ্য র্যাভেজিং অফ ইন্ডিয়া ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু' এবং 'দ্য ল্যান্ড অফ নেকেড পিপল: এনকাউনটারস্ উইথ স্টোন এজ আইল্যান্ডার্স'-এর লেখক। এর পাশাপাশি তিনি একজন পদার্থবিজ্ঞানীও বটে। 'সাইন্টিফিক আমেরিকান' পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি।