শৌণক দত্ত বর্তমানে আইআইটি চেন্নাইয়ের পরিচালনাধীন এআইফরভারত প্রকল্পে (AI4Bharat Machine Translation Database Collection Project) প্রধান ভাষাবিদ তথা বাংলা ভাষার প্রধান অনুবাদক হিসাবে কাজ করছেন। এছাড়া তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে পিএইচডি গবেষণারত আছেন।