শিল্পীর হাতের গুণে দাদর বাজার মেহেন্দির লাল রঙে সেজে ওঠে
সেন্ট্রাল মুম্বইয়ের দাদরে রাস্তার ধারে মেহেন্দির ব্যবসা আছে শিবা এবং শিবমের; এই শিল্পীরাশহরের বাজারগুলোতে কর্মরত অগুণতি হেনা শিল্পীদেরমধ্যে দুজন মাত্র। উত্তর প্রদেশ থেকে কেন তাঁরা এখানে চলে এলেন এবং কীভাবে এই পেশা তাঁদের জীবনে মুক্তি এনে দিল সেসব কথা দুই শিল্পী আমাদের জানান
সময়ুক্তা শাস্ত্রী পারির পরিচালনার দ্বায়িত্বে থাকা কাউন্টার মিডিয়া ট্রাস্টের অছি সদস্য হওয়ার পাশাপাশি একজন স্বতন্ত্র সাংবাদিক, ডিজাইনার ও কর্মদ্যোগী। ২০১৯ সালের জুন মাস অবধি তিনি পারির কন্টেন্ট কোওর্ডিনেটর ছিলেন।
See more stories
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।