ব্রহ্মপুত্রের-চরে-সবেধন-নীলমণি-ইস্কুলটির-সলিল-সমাধি

Kamrup, Assam

May 02, 2022

ব্রহ্মপুত্রের চরে সবেধন নীলমণি ইস্কুলটির সলিল সমাধি

আসামের সোনতলী চরে অবস্থিত পানিখাইতি গ্রামের একমাত্র ইস্কুলটি গ্রাস করেছে ব্রহ্মপুত্র। প্রধানশিক্ষক তারিক আলির উঠোনে টিনের চালা বেঁধে পড়াশোনা আবার শুরু হয়েছে বটে, তবে পড়ুয়ার সংখ্যা ১৯৮ থেকে কয়ে হয়েছে মাত্র ৮৫

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ratna Bharali Talukdar

রত্না ভরালি তালুকদার ২০১৬-১৭ সালের পারি ফেলো। ভারতের উত্তরপূর্ব অঞ্চলের নেজিন নামে একটি অনলাইন পত্রিকার এক্সিকিউটিভ সম্পাদক তিনি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পরিযান, বাস্তুচ্যুতি, শান্তি, যুদ্ধ, পরিবেশ তথা লিঙ্গের মত হাজারো বিষয়ের উপর লেখালেখি করেন রত্না।

Translator

Joshua Bodhinetra

জশুয়া বোধিনেত্র পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার কন্টেন্ট ম্যানেজার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমফিল উত্তীর্ণ জশুয়া একজন বহুভাষিক কবি তথা অনুবাদক, শিল্প সমালোচক এবং সমাজকর্মী।