নোট বাতিলের কারণে মানি অর্ডার পরিষেবা (পোস্ট অফিসের মারফত টাকা পাঠাবার হুকুম নামা বা আদেশ পত্র) কার্যত ভেঙে পড়ায় মহারাষ্ট্রের অভিবাসী শ্রমিকরা তাঁদের ক্ষুধার্ত পরিবারের কাছে টাকা পাঠাতে অক্ষম। ঔরঙ্গাবাদের আদুলে পাঁচটি রাজ্য থেকে আগত দেশান্তরি শ্রমিকরা এমন এক ব্যাঙ্ক ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করে চলেছেন যার গতিপ্রকৃতি বুঝে ওঠা তাঁদের পক্ষে অসাধ্য এবং সত্যি কথা বলতে যা আদৌ তাঁদের মতো মানুষের কথা ভেবে কাজ করে না
পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।
See more stories
Translator
Smita Khator
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।