মাল্লু স্বরাজ্যমের নেতৃত্বে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে বিপ্লবী বাহিনী গুলতি এবং রাইফেল নিয়ে ১৯৪০-এর দশকে নিজামের সশস্ত্র রাজাকারদের উপর গেরিলা পদ্ধতিতে আক্রমণ শানিয়ে ত্রাসের সৃষ্টি করেছিল। ২০২২ সালের মার্চ মাসে মৃত্যুর আগে পর্যন্ত, এই মুক্তিযোদ্ধার প্রতিবাদী কণ্ঠে ধ্বনিত হয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।