দুর্গম পার্বত্য অঞ্চলে খচ্চরের চলার রাস্তায় ২৫ কিলোমিটার পথ হেঁটে আমাদের সাংবাদিক উত্তরাখণ্ডের সাতপের উপত্যকা, যেখানে সাধারণত বাইরের মানুষের প্রবেশাধিকার নেই, সেই প্রত্যন্ত স্থান থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন গ্রামবাসীদের ‘কীড়া জড়ি’ সংগ্রহের এই আখ্যানটি। কীড়া জড়ি – অথবা শুঁয়োপোকা ছত্রাক – বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে একাধিক দেশের বাজারে চলে এর লাভজনক ব্যবসা।
অর্পিতা চক্রবর্তী স্বাধীনভাবে কর্মরত একজন ফ্রিল্যান্স সাংবাদিক, তাঁর নিবাস কুমায়ুন অঞ্চলে। তিনি ২০১৭ সালের পারি ফেলোশিপ প্রাপক।
See more stories
Translator
Sarbajaya Bhattacharya
সর্বজয়া ভট্টাচার্য বরিষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ায় কর্মরত আছেন। দীর্ঘদিন যাবত বাংলা অনুবাদক হিসেবে কাজের অভিজ্ঞতাও আছে তাঁর। কলকাতা নিবাসী সর্ববজয়া শহরের ইতিহাস এবং ভ্রমণ সাহিত্যে সবিশেষ আগ্রহী।