নোটবন্দির আগুনে বিড়ি শ্রমিকদের জীবনে অনিশ্চয়তার ধোঁয়া
নোটবন্দির পরে, নগদের অভাবে ধুঁকতে থাকা পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে বড়ো বিড়ি ইউনিটগুলির বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। বাড়ি থেকে কাজ করা হাজার হাজার বিড়িশ্রমিক, বিশেষত মহিলা শ্রমিকেরা উপার্জনহীন হয়ে পড়েছেন
অরুণাভ পাত্র কলকাতা নিবাসী আলোকচিত্রী। বহু টেলিভিশন চ্যানেলে তিনি কনটেন্ট প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। আনন্দবাজার পত্রিকায় লেখেন মাঝেমধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হয়েছেন অরুণাভ।
See more stories
Translator
Rupsa
রূপসা পেশায় সাংবাদিক। থাকেন কলকাতায়। শ্রমিক-সমস্যা, শরণার্থী সমস্যা, সাম্প্রদায়িক সমস্যা তাঁর চর্চার মূল বিষয়। ভালোবাসেন বই পড়তে, বেড়াতে।