স্ট্যাঞ্জিন স্যালডন লাদাখের লেহ্-এর বাসিন্দা এবং ২০১৭ সালের পারি ফেলো। পিরামল ফাউন্ডেশন ফর এডুকেশন লিডারশিপ সংস্থায় রাজ্য শিক্ষাব্যবস্থা পরিবর্তন প্রকল্পের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ম্যানেজারের কাজ করেন স্যালডন। তিনি পূর্বে (২০১৫–২০১৬ সালে) আমেরিকা-ভারত ফাউন্ডেশনের ডাব্লিউ. জে. ক্লিনটন ফেলো ছিলেন।