নাসিক থেকে মুম্বই পর্যন্ত ৬ই মার্চ - ১২ই মার্চ ২০১৮ – এই এক সপ্তাহ ব্যাপী, ১৮০ কিলোমিটার পথ জুড়ে চলা, নিজেদের কথা সরকার বাহাদুরের কানে তোলার মরিয়া প্রয়াস এবং অদম্য প্রত্যয় নিয়ে এগিয়ে চলা কৃষকদের লং মার্চের কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনের মর্মস্পর্শী এক কবিতা এবং তার সঙ্গের ফিল্মটির মধ্যে দিয়ে
স্মিতা খাটোর পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারি’র ভারতীয় ভাষাবিভাগ পারিভাষার প্রধান অনুবাদ সম্পাদক। তাঁর কাজের মূল পরিসর ভাষা, অনুবাদ এবং আর্কাইভ ঘিরে। স্মিতা লেখালিখি করেন শ্রম ও লিঙ্গ বিষয়ে।