কলকাতার বাসিন্দা জয়দীপ মিত্র স্বাধীনভাবে কর্মরত ফ্রিল্যান্স ফটোগ্রাফার, তিনি সারা দেশের মানুষ, মেলা ও উত্সব ইত্যাদির ছবি তোলেন তথা ডকুমেন্ট করেন। তাঁর কাজ ‘জেটউইংস’, ‘আউটলুক ট্র্যাভেলার’ এবং ‘ইন্ডিয়া টুডে ট্র্যাভেল প্লাস’ সহ নানান পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।