প্রথমে একটা নৌকো তারপরে দু-দুটো ট্রেন। অবশেষে ১৪০০ কিলোমিটারেরও বেশি পথ পার হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের প্রায় ৮০ জন কৃষক পূর্ব দিল্লির আনন্দবিহার স্টেশনে এসে নামলেন। ২৮শে নভেম্বর সকালে কৃষক মুক্তি মোর্চায় যোগদান করে সমাবেশে নিজেদের দাবি  তুলে ধরতেই তাঁদের এখানে আসা। তাঁদের দাবি নিজেদের অঞ্চলের পরিকাঠামো, ফসলের ন্যায্য মূল্য আর বিধবা ভাতা ঘিরে।

প্রবীর মিশ্রর কথায়, “আমরা কৃষকেরা উপেক্ষিত। কৃষকদের কোনোরকম উন্নতি, সুযোগ-সুবিধা  বা যথাযথ ব্যবস্থা কিছুই নেই। এখন তাঁরা তাঁদের মূল  জীবিকা থেকে সরে আসছেন।” তিনি আরও জানান, “আমরা এখানে মিলিত হয়েছি সুন্দরবনের মানুষের জীবন-জীবিকায় সরকারি সহযোগিতার দাবিতে। আমরা ঐক্যবদ্ধ - ৭টা ব্লক থেকে ৮০ জন প্রতিনিধি দিল্লি এসেছি সুন্দরবনের মোট ১৯টা ব্লক এবং সমগ্র পশ্চিমবঙ্গের হয়ে লড়াই করতে।

“কিছু ভালো হবে এই আশা নিয়ে আমরা অনেক যন্ত্রণা আর ভোগান্তি সয়ে এই বড়ো শহরে এসেছি,” শ্রী বালা সাহেবজী গুরুদোয়ারা যাওয়ার পথে একথা বললেন পদযাত্রায় অংশগ্রহণকারী দুর্গা নিয়োগী। গুরুদোয়ারায় রাত্রিবাস করে তাঁরা পরের দিন সোজা রামলীলা ময়দানের পথে বেরিয়ে পড়বেন।

বাংলা অনুবাদ: শৌভিক পান্তি

Namita Waikar is a writer, translator and Managing Editor at the People's Archive of Rural India. She is the author of the novel 'The Long March', published in 2018.

Other stories by Namita Waikar
Samyukta Shastri

Samyukta Shastri is an independent journalist, designer and entrepreneur. She is a trustee of the CounterMediaTrust that runs PARI, and was Content Coordinator at PARI till June 2019.

Other stories by Samyukta Shastri
Translator : Shouvik Panti

Shouvik Panti is from Dhanyakuria, a small town in North 24 Pargana, West Bengal. He is now based in Kolkata. He has a master’s degree in Bangla literature and specialises in digital humanities. He loves searching for timeworn, dusty and priceless books in Kolkata’s famous College Street book stalls.

Other stories by Shouvik Panti